• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ভালোবাসা দিবসের নাটকে যে তারকাদের দেখা যাবে! 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২২, ০৩:০৯ পিএম
ভালোবাসা দিবসের নাটকে যে তারকাদের দেখা যাবে! 

ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ব্যক্তিজীবনে আমরা কত আয়োজন করে থাকি। তেমনি ভালোবাসা ছড়িয়ে দিতে টেলিভিশন চ্যানেলগুলোর এবার অনেক আয়োজন করেছে। অনেকেই ভালোবাসার মানুষকে নিয়ে একান্তে এসব আয়োজন উপভোগ করতে পছন্দ করেন। চলুন তবে জেনে নেওয়া যাক ভালোবাসা দিবসে কোন কোন তারকার নাটকগুলো টেলিভিশনে দেখা যাবে:
ভালোবাসার বিষয়বস্তু কেন্দ্র করে টেলিভিশনে প্রায় ৮০টি নাটক দেখানো হবে। করোনাবিষয়ক স্বাস্থ্যবিধির বাধ্যবাধকতা কম বিধায় গত বছরের চেয়ে এবার নাটকের সংখ্যা বেশি।

এবারের ভালোবাসা দিবসের নাটকগুলোতে অভিনয় করেছেন মোশাররফ করিম, অপূর্ব, তাহসান, আফরান নিশো, মেহ্‌জাবীন, তৌসিফ মাহবুব, তানজিন তিশা, জোভান, মুমতাহিনা টয়া, ইয়াশ রোহান, সাফা কবির, তাসনিয়া ফারিণ, মুশফিক আর ফারহান, খায়রুল বাসার, কেয়া পায়েল, তানিয়া বৃষ্টি প্রমুখ। 
ভালোবাসা দিবসের নাটকে সবচেয়ে বেশি আলোচনায় থাকেন তাহসান খান। এবার দেশে না থাকায় তেমন কাজ করতে পারেননি তিনি। তাহসান খান বলেন, ‘‘এবার আশানুরূপ কাজ করতে পারিনি। দেশের বাইরে থাকায় অনেক আগেই একটি নাটকের শুটিং শেষ করে গিয়েছিলাম। আশা করছি দর্শকদের সেটা ভালো লাগবে।’’ 
তৌসিফ মাহবুবের জন্য এবারের ভালোবাসা দিবস একটু ব্যতিক্রম। তিনি বলেন, ‘‘এবার ছয়টি কাজ করছি। কিন্তু চার মাস আগে পরিকল্পনা করে এগিয়েছি। প্রতিটি নাটকে আমি আলাদাভাবে সময় দিয়েছি। দর্শক নাটকগুলোতে ভালোবাসাকে ভিন্নভাবে দেখবেন।’’
তাসনিয়া ফারিণকে দেখা যাবে বিভিন্ন চ্যানেলের পাঁচটি নাটকে। তিনি বলেন, ‘‘দর্শকদের ভালোবাসা দিবসের নাটক নিয়ে অনেক আগ্রহ থাকে। এ সময়টা চেষ্টা করি ব্যতিক্রম কিছু ভালোবাসার গল্পে কাজ করতে। ’’

Link copied!